ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ
১৮ মে ২০২৪, ১২:৪২ অপরাহ্ণ
নিউজ ডেস্ক:
‘দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’- এ স্লোগানে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে চাঁদপুর, কচুয়া ও শাহরাস্তিতে লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতারা। এ সময় অটোরিকশাযাত্রী, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, দোকানিসহ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
চাঁদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এতে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সিনিয়র সহসভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, শরীফ মো. ইউনুছ, মাহমুদ হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সিনিয়র যুগ্ম-সম্পাদক সেলিমুস সালাম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন মাঝি, অ্যাডভোকেট হারুনুর রশীদ, আফজাল হোসেন, অ্যাডভোকেট সামছুল ইসলাম মন্ট, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আ. কাদির ব্যাপারী, দপ্তর সম্পাদক হযরত আলী, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ, জেলা যুবদল সহসভাপতি আক্তার হোসেন সাগর প্রমুখ।
কচুয়ায় শুক্রবার সকালে সাচার বাজার, উত্তর পালাখাল, আকানিয়া বিশ্বরোডসহ কয়েকটি স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. রফিক সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, শেখ মোহাম্মদ শামিম, সাবেরা আলাউদ্দিন, যুবদল নির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদস্য বিল্লাল হোসেন তারেক, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, অ্যাডভোকেট নাহিদুল ইসলাম, কাউছার সরকার মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ প্রধানীয়া, ছাত্রদল সভাপতি মোস্তফা কামাল প্রধান ও সাধারণ সম্পাদক গাজী আব্দুর রশিদ প্রমুখ।
শাহরাস্তিতে শুক্রবার বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দোয়াভাঙ্গা এলাকায় লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপির দুটি গ্রুপ আলাদা হয়ে লিফলেট বিতরণ ও ভোট বর্জনের অঙ্গীকার করেন। একপক্ষের নেতৃত্ব দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের অনুসারীরা।
তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী।
অপর পক্ষে জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি আবুল খায়ের সিএ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম রিপন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা মো. সোহেল।