Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে হারিয়ে রেকর্ড বইয়ে তোলপাড় বার্সেলোনার

admin

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫ | ১১:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ | ১১:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে হারিয়ে রেকর্ড বইয়ে তোলপাড় বার্সেলোনার

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে কিংবা সুপারকোপা দে এস্পানা– সে যে টুর্নামেন্টই হোক চলতি মৌসুমে, বার্সেলোনার দাপট সেখানে প্রচণ্ড, কিন্তু লা লিগা এলেই যেন তা খণ্ড খণ্ড হয়ে যাচ্ছিল। এক দুই তিন করে টানা চার ম্যাচ জয়ের মুখ দেখেনি কোচ হানসি ফ্লিকের দল। সে ফর্মটা অবশেষে পেছনে ফেলতে পারল বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে হারাল ৭-১ গোলে।

এমন পারফর্ম্যান্সের মূল কারিগর দলটির মিডফিল্ডার ফেরমিন লোপেজ। জোড়া গোল করেছেন। সেখানে ক্ষান্ত হননি, সতীর্থদের দিয়ে দুটো করিয়েছেনও। তাতেই বার্সেলোনা একগাদা রেকর্ড ভেঙে গড়ে ফিরে এসেছে জয়ের দুয়ারে।

ম্যাচের তৃতীয় মিনিটে বার্সেলোনার উৎসবের শুরু। লামিন ইয়ামালের বাড়ানো বল থেকে ডি ইয়ংয়ের নিচু শট স্বাগতিকদের এগিয়ে দেয় শুরুতেই। পরের গোলটা এল মিনিটের কাটা দুই অঙ্ক ছোঁয়ার আগেই। অ্যালেক্স বালদের নিচু ক্রসে গোল করেন ফেররান তরেস।

Manual3 Ad Code

১৪ মিনিটে এল তিন নম্বর গোলটা। রাফিনিয়াকে বলটা এবার বানিয়ে দিলেন ফেরমিন। ২৪ মিনিটে গোলের খাতায় নাম লেখান আগের গোলের কারিগর। রক্ষণ থেকে পাউ কুবারসির বাড়ানো বল দারুণভাবে সামলে নিয়ে গোলরক্ষক গিওর্গি মামার্দাশভিলিকে ফাঁকি দিয়ে জড়ান জালে।

Manual6 Ad Code

প্রথমার্ধের যোগ করা সময়ে সেই ফেরমিন করেন আরও এক গোল। রাফিনিয়ার শট ক্রসবারে লেগে ফিরে এলেও ফিরতি সুযোগটা হেলায় হারাননি তিনি। এই গোলের ফলে প্রায় দশ বছর পর কোনো লা লিগার ম্যাচে প্রথমার্ধের আগেই প্রতিপক্ষের জালে ৫ গোল জড়ানোর তৃপ্তি নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা, শেষবার এমন কিছু হয়েছিল ২০১৫ সালের এপ্রিলে, সেবার হেতাফের বিপক্ষে প্রথমার্ধটা বার্সা শেষ করেছিল ৫ গোলের লিড নিয়ে।

Manual8 Ad Code

ভ্যালেন্সিয়া ম্যাচের ঘণ্টা পেরোনোর একটু আগে উগো দুরোর গোলে ব্যবধান কমায়। তবে বদলি হিসেবে মাঠে আসা রবার্ট লেভান্ডভস্কির ১৭তম লিগ গোলে আবারও ৫ গোলের লিড পেয়ে যায় বার্সা। শেষের একটু আগে সেজার তাররেখার আত্মঘাতী গোল স্কোরলাইনটাকে ৭-১ এ রূপ দেয়।

Manual5 Ad Code

লেভার গোলটা বার্সাকে হানসি ফ্লিকের অধীনে ১০০তম গোলের দেখা পাইয়ে দেয়। সেটা এসেছে ৩২তম ম্যাচে। কোনো মৌসুমে ৩২ ম্যাচ শেষে এর চেয়ে বেশি গোল করেছে বার্সা মোটে তিন বার– ১৯৪২-৪৩ মৌসুমে ১০৬, ১৯৫৮-৫৯ মৌসুমে ১০৩ ও ২০১১-১২ মৌসুমে করেছিল ১০২ গোল। ৩২তম ম্যাচে তিন অঙ্কের গোলসংখ্যা ছুঁয়ে হানসি ফ্লিক বনে গেছেন দ্বিতীয় দ্রুততম কোচ যার অধীনে বার্সা ১০০ গোল করল, ১৯৫৯ সালে হেলেনিও এররেরার অধীনে ৩১ ম্যাচে এই রেকর্ড গড়েছিল কাতালানরা।

এই জয়ের পরেও বার্সা রইল টেবিলের তিনেই। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্যটা নেমে এসেছে ৭-এ। নিজেদের পরের ম্যাচ বার্সেলোনা খেলবে আগামী বুধবার। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেদিন সিরি’আর দল আটালান্টাকে আতিথ্য দেবে বার্সা।

শেয়ার করুন