মহাজনপট্টি থেকে ইয়াবার বড় চালান জব্দ

Daily Ajker Sylhet

admin

২৮ মার্চ ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ণ


মহাজনপট্টি থেকে ইয়াবার বড় চালান জব্দ

স্টাফ রিপোর্টার:
সিলেটে মাদক ট্যাবলেট ইয়াবার বড় চালান জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮) রাত দেড়টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন মহাজনপট্টি এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে কোতোয়ালি থানা পুলিশ।

এ সময় নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করে হয়। আটকৃতরা হলেন, মো. কাউসার আহমদ (৩২) ও নিজাম উদ্দিন (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের মহাজনপট্টিস্থ হিরামন মার্কেটের পূর্ব পার্শ্বে সিরাজ মিয়ার কলোনীর ৬নং কক্ষে অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবা, নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা ও দুই মাদক কারবারিকে আটক করে হয়। এছাড়া তাদের ব্যবহার করা ৩টি মোবাইল সেট জব্দ করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষটি নিশ্চিত করে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Sharing is caring!