মহানগরে চিনি ছিনতাইকারী ছাত্রলীগ-ছাত্রদলের পাঁচ নেতা আটক

Daily Ajker Sylhet

admin

১৪ জুন ২০২৪, ০৬:২৬ অপরাহ্ণ


মহানগরে চিনি ছিনতাইকারী ছাত্রলীগ-ছাত্রদলের পাঁচ নেতা আটক

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরে চিনি ছিনতাইকারী ছাত্রলীগ ও ছাত্রদলের পাঁচ নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। একইদিনে আরও দুই চোরকারবারীকেও আটক করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে সিলেট কোম্পানীগঞ্জ সড়কের অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া।

আটককৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও নগরীর খাসদবীর মৃত অব্দুর রহমানের ছেলে ইসতিয়াক রহমান রাজু, ছাত্রদল নেতা ও চৌকিদেখী এলাকার মাহমুদ আহমদের ছেলে ফাহাদ আহমদ, ছাত্রলীগ নেতা ও চৌকিদেখীর ইসমাইল আলীর ছেলে খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা ও আবহাওয়া অফিস এলাকার তোফায়েলের ছেলে মো. লিটন, ছাত্রলীগ নেতা ও লেচুবাগান এলাকার বাসিন্দা ইসকন্দর আলীর ছেলে জুয়েল আহমদ।

অন্য দিকে দুই চোরাকারবারী হলেন- কোম্পানীগঞ্জ খাগাইল এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে রাসেল (১৮) ও খাগাইল এলাকার বাসিন্দা মঈন উদ্দিনের ছেলে লায়েক (১৯)।

ওসি মোহম্মদ নুনু মিয়া বলেন, আটককালে সাত বস্তা চিনি ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। আটককৃত ছিনতাইকারী ও ভারতীয় চিনি চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। আজ শুক্রবার (১৪ জুন) সকালের দিকে তাদেরকে আদালতে নেওয়া হবে।

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক ব্যবসায়ী সিএনজি অটোরিকশাযোগে সিলেট নগরীতে আসছিলেন। এসময় ছাত্রদল নেতা ইসতিয়াক রহমান রাজু ও ছাত্রলীগের চার নেতার নেতৃত্বে চিনি ছিনতাই করে তারা। সিএনজি দিয়ে চিনি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থানার টহল পুলিশ চিনিসহ পাঁচজনকে আটক করে। একই দিনে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সিলেটে সাত বস্তা চিনি নিয়ে আসার সময় আরও দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।

Sharing is caring!