Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাইটিভির সাথী-তৌহিদ এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

admin

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ | ১২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
মাইটিভির সাথী-তৌহিদ এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এবার হ্ত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
সোমবার (২০ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জি.এম.ফারহান ইশতিয়াক।
প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

Manual2 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন রোববার। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য এ দিন ঠিক করেন।

শুনানিতে আসামিদের উপস্থিতিতে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

Manual5 Ad Code

মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের আন্দোলনের সময় ২০ জুলাই মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা, গুলিবর্ষণ করা হয়। সে সময় গুলিবিদ্ধ হয়ে দুর্জয় নামের এক ব্যক্তির দুই চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া মাথায় গুরুতর আঘাতও পান তিনি। ওই সময় তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখা হয়।

Manual3 Ad Code

পরে পথচারীরা তাকে এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে পাঠিয়ে দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন দুর্জয়। এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন দুর্জয়।

Manual6 Ad Code

গত ১৭ অগাস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তাবে পাঁচদিনের রিমান্ডে পাঠায় আদালত। রিমান্ড শেষে ২৩ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া ২৪ অগাস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। পরদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ৩০ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়। এবার বাবা ও ছেলেকে জুলাই আন্দোলনের এ মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

শেয়ার করুন