Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মাকে খুনের মামলায় কারাগারে ছেলে

admin

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ০৮:২৭ অপরাহ্ণ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ০৮:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
মাকে খুনের মামলায় কারাগারে ছেলে

Manual4 Ad Code

আদালত প্রতিবেদক:
রাজধানীর পশ্চিম মানিকদি নামাপাড়া এলাকায় মা রোকেয়া বেগমকে খুনের মামলায় মানসিক ভারসাম্যহীন ছেলে আবদুর রহমান রনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন শুনানি শেষেকারাগারে পাঠানোর এ আদেশ দেন।

Manual6 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম মাসুদ সিদ্দিকী আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
ক্যান্টনমেন্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক শাহজাহান মিয়া এ তথ্য জানান।

Manual6 Ad Code

মামলা থেকে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে নামাপাড়ার ওই বাড়ির পঞ্চমতলার একটি ফ্ল্যাট থেকে রোকেয়া বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী দুই সন্তানের মা। তার বড় সন্তানের বয়স ৩০ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন। ধারণা করা হচ্ছে, বাসায় থাকা ধারাল অস্ত্র দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন বড় ছেলে।

Manual4 Ad Code

শেয়ার করুন