Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাকে গলাটিপে হত্যাচেষ্টা, ছেলে গ্রেফতার

admin

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
মাকে গলাটিপে হত্যাচেষ্টা, ছেলে গ্রেফতার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাকে মারধর ও গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে আরিফুজ্জামান মিটুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ছেলে মিন্টুকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সূত্রে জানায় যায়, নির্যাতিত নারীর স্বামী মারা যাওয়ার পর তিন মেয়ে, চার ছেলেসহ তিনি ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক। কিন্তু তাদের বড় ছেলে আরিফুজ্জামান মিটু তার বাবার রেখে যাওয়া সম্পত্তি অন্য ভাই-বোনকে না দিয়ে নিজের করে নিতে প্রায়ই তার মাকে নির্যাতন করেন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার সকালে আরিফুজ্জামান মিটু তাদের এজমালি জমি চাষ করার প্রস্তুতি নিলে মা আপত্তি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে রাস্তার ওপর ফেলে চড়-থাপ্পড় দিয়ে অশালীন ভাষায় গালমন্দ করেন। এক পর্যায়ে তাকে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা জানান, আমার বড় ছেলে মিটু অতীতেও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কয়েকবার আমাকে মারধোর করে। সে কারণে-অকারণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই আমাদের ওপর অত্যাচার নির্যাতন চালায়। এ নিয়ে আলফাডাঙ্গা থানা ও ফরিদপুরের আদালতে একাধিক মামলা করি। পরে মানবিক কারণে সেইসব মামলা মীমাংসা করেছি।

Manual6 Ad Code

নির্যাতিত ওই বৃদ্ধার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযুক্ত আরিফুজ্জামান মিটুকে গ্রেফতার করে।

Manual7 Ad Code

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ মুহূর্তে জামিনে মুক্তি পেলে তিনি মাকে মারধরসহ খুন-জখমের সম্ভাবনা রয়েছে। এজন্য তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন