ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহ বিভাগের বৃহৎতম শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরগঞ্জ গাফুরিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলনে এক রাতে মুসল্লিদের দান ও মানতে মিলেছে প্রায় এক কোটি টাকা। তাছাড়া মানত হিসেবে ৫৫টি গরু-ছাগল ও ৫ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী। এর আগে গত বুধবার রাতে জামিয়া গাফুরিয়া মাদ্রাসায় ৭৫ তম ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ২ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন বলে জনিয়েছেন তিনি।
মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী জানান, বুধবার রাতে সম্মেলন শেষে বৃহস্পতিবার সকালে দান-মান্নত গণনা শুরু হয়। গণনা শেষে নগদ অর্থ ব্যাংকে জমা করা হয়। পাঁচটি গরু, ছাগল ৫০টি, আর স্বর্ণালংকার ৫ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। এতিম, গরীব ও অসহায় ছাত্রদের শিক্ষা, আবাসন ও উন্নয়ন কাজে এই দান-মান্নতের অর্থ ব্যয় করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৫৪ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। স্থানীয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছেই মাদ্রাসাটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ও মান্নতের পবিত্র স্থান হিসেবে পরিচিত। গাফুরিয়া মাদ্রাসায় মানত করলে আল্লাহ মনের আশা পূর্ণ করেন। এই বিশ্বাসে প্রতি বছর লাখো মানুষ ইসলামী সম্মেলনে যোগ দিয়ে নগদ অর্থ স্বর্ণালংকার ধান, চাল, গরু, ছাগল, মানত হিসেবে দিয়ে থাকেন।
মাদ্রাসার সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ঐতিহ্যবাহী গাফুরিয়া মাদ্রাসাটি সাধারণত মানুষের দান মানতের উপর নির্ভরশীল। এই দানের টাকায় এলাকার হাজার হাজার ছেলেরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ভবিষ্যতে এই মাদ্রাসায় আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।