মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
২৩ অক্টো ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনতলা পশ্চিম বাজারে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ এনামুল ইসলাম রিংকু মিয়া (৪১) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেন।
সে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের মফিজুল ইসলাম এর পুত্র।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।