মাধবপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

Daily Ajker Sylhet

admin

০৪ নভে ২০২৪, ১২:২৯ অপরাহ্ণ


মাধবপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা:
সিলেট-আখাউড়া রেল সেকশনের মাধবপুর উপজেলার ইটাখোলা আটখলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী (৪০)ঘটনাস্থলে নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেনটি নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করার পর অজ্ঞাত নারী ট্রেনের ধাক্কা খেয়ে পাশে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা মহিলা, বয়স অনুমান ৪০ বছর এর মৃত দেহ দেখতে পান। ঘটনাস্থলটি রেলওয়ে থানার আওতাধীন হওয়ায় শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে সংবাদ দিলে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা নারীর মৃতদেহ তাদের হেফাজতে নিয়ে যান।

হবিগঞ্জ পিবিআই হবিগঞ্জের একটি দল ঘটনাস্থলে এসে নারীর পরিচয় সনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে।

Sharing is caring!