মাধবপুরে মাদকসহ দুই যুবক আটক

Daily Ajker Sylhet

admin

১৯ এপ্রি ২০২৫, ০৬:২০ অপরাহ্ণ


মাধবপুরে মাদকসহ দুই যুবক আটক

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ২৬ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১ টার দিকে এএসআই (নিরস্ত্র) আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার হালুয়াপাড়া এলাকার শেওলিয়া ব্রীজের উত্তর পাশে অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশি মদসহ মো. তানভীর (২০) এবং মো. জিহাদ(১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হল- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. তানভীর মিয়া এবং নরসিংদী জেলার রায়পুরা থানার বীরগাঁও গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. জিহাদ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sharing is caring!