Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে সড়কে প্রাণ গেল লিটনের

admin

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ০৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ০৭:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
মাধবপুরে সড়কে প্রাণ গেল লিটনের

Manual3 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
মাধবপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক লিটন মিয়া ( ৪১) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ৩ টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। লিটন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাস্থলে এসে গাড়িতে আটকে থাকা নিহত লিটন মিয়াকে উদ্ধার করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং জনভোগান্তি তৈরি হয়।

Manual4 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সহিদ উল্লাহ জানান, নরসিংদী থেকে কাঁঠাল বোঝাই করে পিকআপ চালক গাড়ি নিয়ে নবীগঞ্জ যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটন মিয়া নামের একজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন