Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে ভাঙচুর ও লুটপাট মামলায় শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

admin

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
মিরপুরে ভাঙচুর ও লুটপাট মামলায় শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকার মিরপুরে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে ২০১৪ সালের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদন্নবী গত ২৬ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এসআই মাহমুদন্নবী জানিয়েছেন, আগামী ২৯ ডিসেম্বর একই আদালতে অভিযোগপত্র গ্রহণের শুনানি অনুষ্ঠিত হবে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষ ও আইনজীবীরা এই শুনানিতে উপস্থিত থাকবেন।

Manual7 Ad Code

বাদী জান্নাত আরা ফেরদৌসের স্বামী মোহাম্মদ শামীম পারভেজ ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এবং মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি। অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালে শামীম পারভেজের রাজনৈতিক অবস্থানের কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীনের নির্দেশে ফ্ল্যাটে প্রবেশ করে প্রতিটি কক্ষ ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনায় ২২টি ল্যাপটপ, ১৭টি স্মার্টফোন, আনুমানিক ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ৯ লাখ টাকা নগদ লুট হয়। এছাড়া নাবালকসহ ৫৪ জন ভাড়াটিয়াকে আটক ও মারপিট করা হয়।

অভিযোগপত্রে শেখ হাসিনা ও মহীউদ্দীনসহ ২৩ জনের নাম উল্লেখ রয়েছে। অন্য আসামির মধ্যে রয়েছেন- দেওয়ান আব্দুল মান্নান, মীর জসিম উদ্দিন, তৌহিদুল ইসলাম খান শিপলু, এস.এম কিবরিয়া পিয়াস, মোঃ মামুন মিয়া ওরফে শাহজাহান, মনসুর আলী, ইসলাম ওরফে নিক্কন, ধাম্মাদ নুরুল হক, আব্দুল হামিদ ওরফে লিটন ওরফে বগা লিটন, বিপুল পাটোয়ারী, মোঃ মিজানুর রহমান আখন, জিয়াউল হাসান জিয়া, মোঃ শহিদুল ইসলাম রজব, আনোয়ার হোসেন আনু, ইয়ানুহা চৌধুরী, এম. আয়নাল আহামেদ, জালাল দেওয়ান, মোঃ সাঈদ ইকবাল ওরফে ভাস্কর, মোঃ সামসুল হক, মোঃ ইসমাইল হোসেন সিরাজী প্রধান ও মোঃ আনোয়ার হোসেন।

Manual7 Ad Code

এক জ্যেষ্ঠ আইনজীবী বলেন, এটি শুধুমাত্র সম্পত্তি লুটপাটের মামলা নয়; রাজনৈতিক প্রভাবও এতে প্রতিফলিত হয়েছে। এসআই মাহমুদন্নবী জানান, অভিযোগপত্রে এসব কর্মকাণ্ড পরিকল্পিত এবং সাবেক রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততা উল্লেখ করা হয়েছে।

বাদী জান্নাত আরা ফেরদৌস বলেন, ‘২০১৪ সালের হামলার পর আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগেছে। রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের ব্যবসা ও ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।’

Manual2 Ad Code

শেয়ার করুন