Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ফের পেছালো

admin

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩ | ০১:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ | ০১:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ফের পেছালো

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় ফের পিছিয়েছে। আগামী ২৮ ডিসেম্বর রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

Manual2 Ad Code

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি রায়ের দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় আগামী ২৮ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আজ রায় ঘোষণার কথা ছিল। কিন্তু বিচারকের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় রায় প্রস্তুত হয়নি। তাই ২৮ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে।

Manual1 Ad Code

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি করেছিলেন দুদকের উপ-পরিচালক শফিউল আলম।

২০০৮ সালের ২৪ মে তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়। তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

Manual3 Ad Code

শেয়ার করুন