মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ফের পেছালো

Daily Ajker Sylhet

admin

১২ ডিসে ২০২৩, ০১:৩৬ অপরাহ্ণ


মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ফের পেছালো

স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় ফের পিছিয়েছে। আগামী ২৮ ডিসেম্বর রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি রায়ের দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় আগামী ২৮ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আজ রায় ঘোষণার কথা ছিল। কিন্তু বিচারকের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় রায় প্রস্তুত হয়নি। তাই ২৮ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে।

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি করেছিলেন দুদকের উপ-পরিচালক শফিউল আলম।

২০০৮ সালের ২৪ মে তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়। তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

Sharing is caring!