মীরার সঙ্গে ডেটে গিয়ে মেজাজ হারালেন শহীদ!

Daily Ajker Sylhet

admin

২৪ এপ্রি ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ণ


মীরার সঙ্গে ডেটে গিয়ে মেজাজ হারালেন শহীদ!

বিনোদন ডেস্ক:
পাপারাজ্জিদের ওপর চিৎকার করা নিয়ে তারকাদের কম কটাক্ষের মুখে পড়তে হয় না। এবার বলিউড অভিনেতা শহিদ কাপুর মেজাজ হারালেন পাপারাজ্জিদের ওপর।

তাই তো নেটপাড়া দিল তাকে ‘বাস্তবের কবীর সিং’ তকমা। সোমবার স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন শহিদ কাপুর। আর তার পরই অভিনেতাকে পড়তে হয় বেশ অপ্রীতিকর অবস্থাতে। রেস্তোরাঁ থেকে বের হতেই এই দম্পতিকে ছেঁকে ধরে একদল পাপারাজ্জি। আর তাতেই মেজাজ হারালেন ‘কবীর সিং’খ্যাত এই তারকা।

সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের দেখে মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা। বেশ জোরে চিৎকার করে বলেন, ‘আপনারা একটু ভদ্র হবেন প্লিজ? দয়া করে বন্ধ করুন।’ আর তাতেই কটাক্ষের মুখে পড়েন।

একজন লিখেছেন, ‘জয়া বচ্চনের রোগ লেগেছে’। অপরজন লিখেছেন, ‘অভিনেতারা ভুলে যায়, এই পাপারাজ্জিদের কারণেই তারা মানুষের সামনে পৌঁছান। সিনেমা মুক্তির আগে এদেরকে বাবা-সোনা করে, আর সিনেমার মুক্তির পর ভোল পাল্টে যায়।’ আরও একজন লিখলেন, ‘কদিনের মধ্যেই শহিদ কাপুর বাস্তবেও কবীর সিং-এর মতো হয়ে যাবে’।

এদিন ডিনার ডেটের জন্য কালো টি-শার্ট আর জিন্স পরে এসেছিলেন শহীদ কাপুর। অপরদিকে মীরার পরনেও ছিল একই রংয়ের পোশাক। তবে কটাক্ষের মুখে পড়ে দুজনের কেউই মুখ খোলেননি।

Sharing is caring!