Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা দিতে ট্রাম্প প্রশাসনের প্রক্রিয়া শুরু

admin

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ১১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ১১:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা দিতে ট্রাম্প প্রশাসনের প্রক্রিয়া শুরু

Manual3 Ad Code

ডিজিটাল ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের নির্দিষ্ট শাখাগুলোকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ এবং ‘বিশেষভাবে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিতে প্রক্রিয়া শুরু করেছেন। এই পদক্ষেপের ফলে আরব বিশ্বের অন্যতম সবচেয়ে পুরনো ও প্রভাবশালী ইসলামি আন্দোলনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে ওয়াশিংটন।
হোয়াইট হাউজের ফ্যাক্ট শিটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প সোমবার (২৪ নভেম্বর) একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেস্যান্টকে মিশর, লেবানন ও জর্ডানে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোর কোনোটিকে সন্ত্রাসী সংগঠন মনোনীত করা হবে কি না, সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Manual5 Ad Code

ওই আদেশে এই মন্ত্রীদের প্রতিবেদন দেওয়ার ‘৪৫ দিনের’ মধ্যে শাখাগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন বা বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ওই দেশগুলোতে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অংশীদারদের বিরুদ্ধে সহিংস হামলায় সমর্থন যোগাচ্ছে বা উৎসাহিত করছে।

Manual1 Ad Code

এছাড়াও, তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে উপাদান দিয়ে সমর্থন যোগাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। হোয়াইট হাউজের ওই ফ্যাক্ট শিটে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তর্জাতিক নেটওয়ার্ক নিয়ে অস্বস্তিতে আছেন, যেটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচারণায় ইন্ধন যোগায়।’

যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা এবং ডানপন্থি রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি ও গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পও তার প্রথম মেয়াদে একই প্রচেষ্টা চালিয়েছিলেন। তার দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার কয়েক মাসের মধ্যে রুবিও জানিয়েছিলেন, মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে ট্রাম্প প্রশাসন কাজ করছে।

সম্প্রতি টেক্সাসের গভর্নর রিপাবলিকান গ্রেগ অ্যাবোট অঙ্গরাজ্য স্তরে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। ১৯২০ এর দশকে মিশরে সেক্যুলার ও জাতীয়তাবাদী ধ্যানধারণার বিরুদ্ধে একটি ইসলামিক আন্দোলন হিসেবে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে এটি দ্রুতগতিতে মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে একটি প্রভাবশালী গোষ্ঠীতে পরিণত হলেও, সংগঠনটি প্রায়ই গোপনে কাজ করে।
সূত্র: রয়টার্স

Manual8 Ad Code

শেয়ার করুন