Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মেয়র আরিফের হার্টে ব্লক, পরানো হয়েছে রিং

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ০১:২৪ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ০১:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
মেয়র আরিফের হার্টে ব্লক, পরানো হয়েছে রিং

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় তাৎক্ষণিক দুটি রিং পরানো হয়েছে।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম।

Manual2 Ad Code

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মনিরুজ্জামানের তত্ত্বাবধানে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। এসময় হার্টে তিনটি ব্লক ৯০ শতাংশের ওপরে থাকায় জরুরি ভিত্তিতে দুটি রিং পরানো হয়। বর্তমানে তাকে হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আগামী ২৪ ঘণ্টা তিনি পর্যবেক্ষণে থাকবেন।

প্রসঙ্গত, গত ১২ মার্চ দিবাগত রাত ২টার দিকে উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে মেয়র আরিফুল হক চৌধুরীকে নগরের নয়াসড়ক মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সিসিইউতে ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য বুধবার (১৫ মার্চ) দুপুরে তাকে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

 

Manual5 Ad Code

শেয়ার করুন