মেলা থেকে ফেরার পথে ২ কিশোরীকে ৮ জন মিলে ধর্ষণ

Daily Ajker Sylhet

admin

১৪ মার্চ ২০২৩, ০১:০০ অপরাহ্ণ


মেলা থেকে ফেরার পথে ২ কিশোরীকে ৮ জন মিলে ধর্ষণ

অনলাইন ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশে মেলা থেকে বাড়ি ফেরার সময় এক কিশোরী এবং তার চাচাতো বোনকে তুলে নিয়ে গিয়ে আটজন মিলে ধর্ষণ করেছে।

কিশোরীদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও দুজনের খোঁজ করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত রোববার হুসাইনগঞ্জ এলাকায়। খবর হিন্দুস্তান টাইমসের।

ফতেহপুরের পুলিশ সুপার রাজেশ কুমার সিং বলেছেন, দুই কিশোরী দুই ভাইকে সঙ্গে করে একটি মেলা থেকে বাড়ি ফিরছিল। তাদের বাড়ি থেকে প্রায় দুই কিমি দূরে কাটরি রোডে চার ভাইবোনকে অভিযুক্তরা মাঠে নিয়ে যায়।

সেখানে তারা দুই ভাইকে প্রাণে মারার হুমকি দিয়ে দুই বোনকে গণধর্ষণ করে। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর দুই কিশোরী দুই ভাইয়ের সঙ্গে রাত আড়াইটার দিকে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সব ঘটনা জানায়। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশ হেল্পলাইনে ফোন করে বিষয়টি জানানো হয়।

নির্যাতিত কিশোরীরা পুলিশকে জানায়, ‘অভিযুক্তরা মেলায় অন্য মেয়েদেরও শ্লীলতাহানি করে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। বাড়ি ফেরার পথে তারা আমাদের অনুসরণ করছিল এবং পরে একা পেয়ে আমাদের একটি মাঠে টেনে নিয়ে যায়।

সেখানে তারা আমাদের গলা টিপে ধরে যাতে আমরা চিৎকার করতে না পারি এবং আমাদের ধর্ষণ করে পালিয়ে যায়।

নির্যাতিত কিশোরীদের চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে। অন্যদিকে মেলার সময় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

Sharing is caring!