Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন চাইবেন নাদেল

admin

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩ | ০৪:১৬ অপরাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ | ০৪:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন চাইবেন নাদেল

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual5 Ad Code

এই তথ্য নিশ্চিত করে নাদেল বলেন, এই এলাকা আমার মায়ের জন্মমাটি। এখানের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল শ্রেণীপেশার মানুষের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। তাই জনগনের সেবা করার আগ্রহ থেকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবো।

Manual8 Ad Code

শফিউল আলম চৌধুরী ইতিমধ্যে তাঁর দক্ষতা, রাজনৈতিক জ্ঞান, দূরদর্শীতার জন্য দলে একটা ভালো অবস্থান করতে সক্ষম হয়েছেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগ এর দুই বারের সাংগঠনিক সম্পাদক। বয়সে নবীন এই রাজনীতিবিদ নিজের যোগ্যতায় সিলেটের প্রবীন রাজনীতিবিদদের ভীড়ে জায়গা করে নিয়েছেন।

এছাড়া নানা বাড়ি কুলাউড়ার হিঙ্গাজিয়া গ্রামে তাঁদের পারিবারিক একটা ঐতিহ্য রয়েছে। তিনি পীর বংশের একজন সদস্য। তাঁর নানা নিজামউদ্দিন বিশকুটি সাহেব একজন কামেল পীর ছিলেন। সেই সূত্রে কুলাউড়াসহ সারা জেলায় তাঁদের অনুসারী রয়েছে।

তিনি জানান, গত ১২ বছর ধরে তিনি কুলাউড়া এলাকার জনগনের সুখে দুঃখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে চা শ্রমিকদের মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। সেই সূত্রে বাগানের লোকজন অত্যন্ত আপন হয়ে গেছে। এছাড়া নানা বিশকুটি সাহেবের মুরিদান ও অনুসারীরা আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখে।

Manual8 Ad Code

অন্যদিকে কুলাউড়াসহ জেলার মূলধারার রাজনীতিবিদদের সাথে নিয়ে গত ১২ বছর ধরে মাঠে ময়দানে কাজ করছেন। নির্বাচনে দাঁড়াতে মূলধারার রাজনীতিবিদরা ও আমাকে অনেক উৎসাহ প্রদান করছেন।

তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে মানুষের কল্যাণেই কাজ করে যাচ্ছি। দল আমাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি দায়িত্ব দিয়ে কাজ করার জন্য সহজ সুযোগ করে দিয়েছে। আমি নিজের এলাকা ছাড়া সিলেট বিভাগের সব জেলার মানুষের সুখে দুঃখে কাজ করতে পারছি।

Manual2 Ad Code

তাই এবার কুলাউড়া এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে দলীয় মনোনয়ন চাইবো। আশা করি দল আমাকে মূল্যায়ন করে। তবে দলের যেকোন সিদ্ধান্ত আমি মেনে নেবো বলে জানান নাদেল।

শেয়ার করুন