স্টাফ রিপোর্টার:
জালালাবাদ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ৩টার দিকে জালালাবাদ থানাধীন পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- সিলেটের জালালাবাদ থানাধীন নলকট এলাকার তজমুল আলীর ছেলে আবুল বাশার (৪২) ও একই থানাধীন আখালিয়া (খলাপাড়া) এলাকার মোঃ ইসলাম আলীর ছেলে মোঃ রাজা মিয়া (৩৮)।
পুলিশ জানায়, সোমবার (১৭ নভেম্বর) বেলা ৩টার দিকে জালালাবাদ থানাধীন সোনাতলা বাজার হতে অভিযান পরিচালনা করে জালালাবাদ থানার মামলা নং-০৬/১১৩, তারিখ-২৪/০৮/২৪ইং, ধারা-১৪৩/১৪৭/ ১৪৯/৩৭৯/৩২৩/৩২৪/৩০৭/৩২৬(ক)/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪ এর এজাহারনামীয় আসামী সিলেটের জালালাবাদ থানাধীন নলকট এলাকার তজমুল আলীর ছেলে আবুল বাশার (৪২) এবং পরবর্তীতে রাত সাড়ে ৩টার দিকে জালালাবাদ থানাধীন আখালিয়া নয়াবাজার এলাকা হতে একই মামলার সন্দিগ্ধ আসামী থানাধীন আখালিয়া (খলাপাড়া) এলাকার মোঃ ইসলাম আলীর ছেলে মোঃ রাজা মিয়া (৩৮)কে গ্রেফতার করা হয়।সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।