Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিম গ্রেপ্তার

admin

প্রকাশ: ০৬ মে ২০২৫ | ০৬:০৫ অপরাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৫ | ০৬:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
যে কারণে বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিম গ্রেপ্তার

Manual4 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিমুল ইসলাম তানিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরে তাকে আদালাতে সোপর্দ করেছে পুলিশ। তানিম উপজেলার আহমদপুর গ্রামের মৃত তছব্বির আলীর ছেলে।

Manual4 Ad Code

বড়লেখা থানার এসআই দেবল সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেল বলেন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সীমানা দেয়ালে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান লিখার ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ একটি মামলা করেছে। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন