Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রওশনপন্থিদের কমিটিকে নামঞ্জুর করল ইসি

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ০৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ০৭:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
রওশনপন্থিদের কমিটিকে নামঞ্জুর করল ইসি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তন দলের গঠনতন্ত্র অনুযায়ী না হওয়ায় রওশনপন্থিদের করা আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পরিবর্তনের বিষয়ে ইসিকে চিঠি দেন রওশনপন্থিরা।

সম্প্রতি ইসির উপসচিব মো. মাহবুবুল আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য রওশন এরশাদের কমিটির মহাসচিব কাজী মামুনুর রশীদকে জানানো হয়।

Manual8 Ad Code

এর আগে ইসিতে পাঠানো কাজী মামুনুর রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের গুলশানের বাসায় দলটির সর্বস্তরের নেতাকর্মীদের জরুরি বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

চিঠিতে আরও বলা হয়, সভায় সবার দাবির প্রেক্ষিতে রওশন এরশাদ জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং পার্টি চেয়ারম্যান তার ক্ষমতাবলে কাজী মামুনূর রশিদকে অন্তর্বর্তী (পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত) মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, জাতীয় পার্টির একটি অংশ বর্তমান কমিটির চেয়ারম্যান ও মহাসচিবের পরিবর্তন চেয়ে চিঠি দিয়েছিল। তাদের দাবি দলটির গঠনতন্ত্রের সঙ্গে বিরোধ রয়েছে। তাই আমরা তাদের দাবি নামঞ্জুর করেছি।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, এ বিষয়ে তারা যদি উচ্চ আদালত থেকে তাদের পক্ষে রায় নিয়ে আসে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

শেয়ার করুন