Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রমজানের বরকত পেতে যা করতে বললেন শায়খ সুদাইস

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ০১:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৪ | ০১:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
রমজানের বরকত পেতে যা করতে বললেন শায়খ সুদাইস

Manual5 Ad Code

ধর্ম ডেস্ক:
পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়েছেন হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। রমজানের আগমন উপলক্ষে তিনি সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ, শাহজাদা মুহাম্মদ বিন সালমান, সৌদি জনগণ ও মুসলিম বিশ্বের সবাইকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়েছেন।

এবারের রমজান মুসলিম বিশ্বের জন্য শান্তি, নিরাপত্তা ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শায়খ সুদাইস।

Manual4 Ad Code

তিনি বলেন, আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি যেন আমাদের নেক আমল কবুল করেন তিনি। এবং রমজানের বরকতময় মাস নেকি ও ইবাদতের মাসে পরিণত করেন।

Manual2 Ad Code

এ বছর রমজানে মসজিদুল হারাম ও নববীতে আগতদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বৃদ্ধি পাবে বলে আশা করেছেন শায়খ সুদাইস। আগতদের বেশি বেশি ইবাদতে মগ্ন থাকার এবং ফটোগ্রাফিতে ব্যস্ত হয়ে ইবাদতে বিঘ্নতা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সৌদি আরবের জন্য হারামাইন শরিফাইন, ওমরা ও হজ আদায়কারীদের খেদমত করতে পারা সৌভাগ্যের ব্যাপার।

রমজানে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজের নেতৃত্বে, ইবাদত পালনকারীদের স্বাচ্ছন্দ্য এবং শান্তি ও নিরাপত্তার ব্যবস্থায় কোনো ত্রুটি রাখা হবে না বলে জানান তিনি।

Manual4 Ad Code

এ সময় তিনি ফিলিস্তিনে পৈচাশিক নির্যাতন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

Manual3 Ad Code

শেয়ার করুন