Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪ | ০৫:২৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৪ | ০৫:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
রমজান মাস উপলক্ষ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

Manual8 Ad Code

শ‌নিবার (৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইক‌মিশন তাদের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জা‌নিয়েছে।

Manual2 Ad Code

ভারতীয় হাইক‌মিশন জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আগামী ১২ মার্চ থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে।

Manual5 Ad Code

বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে হাইক‌মিশন।

বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো হলো- ঢাকা (যমুনা ফিউচার পার্ক ), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়া আইভ্যাক। রাজধানীতে যমুনা ফিউচার পার্কে রয়েছে সবচেয়ে বড় ভারতীয় ভিসা আবেদন সেন্টার।

Manual7 Ad Code

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। গত বছরও রমজান উপলক্ষ্যে নতুন সময়সূচি ঘোষণা করেছিল ভারতীয় হাইকমিশন।

শেয়ার করুন