Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে আজ ও কাল হরতাল

admin

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ১১:০১ পূর্বাহ্ণ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ | ১১:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাঙ্গামাটিতে আজ ও কাল হরতাল

Manual6 Ad Code

রাঙ্গামাটি (উত্তর) প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলা পরিষদের অধীনে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোটা জেলায় সড়ক ও নৌ পথে শান্তিপূর্ণ হরতাল পালিত হবে। গতকাল বুধবার বিকালে জেলা শহরের একটি রেস্তোরাঁয় ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দে’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ হরতালের ডাক দেওয়া হয়। তবে জরুরি সেবার যানবাহন এ হরতালের আওতামুক্ত থাকবে।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাঙ্গামাাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত কোটা সম্পর্কিত প্রজ্ঞাপনের নির্দেশনা না মেনে জেলা পরিষদ তাদের নিজস্ব আইনে ২১ নভেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। দেশব্যাপী কোটা সংস্কারের পরও পার্বত্য জেলার হস্তান্তরিত বিভাগে এখনো ৭০ শতাংশ উপজাতি কোটা বহাল রয়েছে যা সম্পূর্ণ অযৌক্তিক। প্রচলিত আইন, সংবিধান ও অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত নীতিমালার সঙ্গেও সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপনের পত্র উত্থাপন করে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ৭ শতাংশ কোটা রেখে বাকি ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানালে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার ক্ষিপ্ত হয়ে বলেন, ‘কোনো মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয়, জেলা পরিষদের নিজস্ব আইন দিয়েই পরিষদ পরিচালিত হবে।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মো. রাকিব হাসান, মো. নূরুল আলম, ইব্রাহিম রুবেল, মো. জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

শেয়ার করুন