Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজমিস্ত্রী হত্যা : ইউপি সদস্য কারাগারে

admin

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ০৪:৫৮ অপরাহ্ণ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ০৪:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
রাজমিস্ত্রী হত্যা : ইউপি সদস্য কারাগারে

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় রাজমিস্ত্রী রুবেল আহমদ হত্যা মামলার প্রধান আসামি বড়লেখা সদর ইউনিয়নের বরখাস্তকৃত ইউপি সদস্য সাবুল আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২২ অক্টোবর) মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. কাওসার মোশাররফ ইউসুফ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual6 Ad Code

সাবুল আহমদ উপজেলার কেছরীগুল গ্রামের সজ্জাদ আলীর ছেলে।

Manual6 Ad Code

এদিকে, টানা ১৩ মাস ইউনিয়ন পরিষদের মাসিক সভায় অনুপস্থিত থাকায় বিধি মোতাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি সদস্য সাবুল আহমদকে ইউপি সদস্যের পদ থেকে গত আগস্টে সাময়িক বরখাস্ত করেছে।

Manual8 Ad Code

জানা গেছে, উপজেলার কেছরীগুল গ্রামের মৃত ছয়েফ উদ্দিনের ছেলে রাজমিস্ত্রী রুবেল আহমদ হত্যাকাণ্ডের প্রায় দেড় বছর ধরে পলাতক ছিলেন মামলার প্রধানআসামি ইউপি সদস্য সাবুল আহমদ। ইতিপূর্বে তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশে গত রোববার দুপুরে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন চান সাবুল আহমদ। পরে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ এপ্রিল জুম্মার নামাজের পর কেছরীগুল জামে মসজিদে ইমাম নিয়ে ঝগড়া-বিবাদের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দু’পক্ষেরমধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। আছরের নামাজের পর সাবেক ইউপি সদস্য শরফ উদ্দিন নবাব, তার ভাই ইউপি সদস্য সাবুল আহমদ, আবু হোসেন, সাইফুল ইসলাম, দুলাল হোসেন, শরফ উদিনের ছেলে ইমন আহমদ, সালমান আহমদ প্রমুখ জামাল উদ্দিনের গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালায়। এসময় কাজ শেষে বাড়ি ফেরার পথে রুবেল আহমদকে আসামীরা রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এঘটনায় নিহতের ছোট ভাই ফয়ছল আহমদ ইউপি সদস্য সাবুল আহমদকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ ও ১৫-১৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা করেন।

বাদি পক্ষের আইনজীবী কামরুল চৌধুরী সোমবার দুপুরে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য সাবুল আহমদকে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

শেয়ার করুন