Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা

admin

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual7 Ad Code

সকাল পৌনে ৮টায় এই শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। এসময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম প্রদান করে এবং বিউগল বেজে ওঠে। প্রথমে পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

এই সময় আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ পুলিশের পক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম। সবশেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তাঁর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

Manual2 Ad Code

শেয়ার করুন