Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাতে কুপিয়ে হত্যা, সকালে মিললো অজ্ঞাত যুবকের মরদেহ

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ০১:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ০১:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
রাতে কুপিয়ে হত্যা, সকালে মিললো অজ্ঞাত যুবকের মরদেহ

Manual6 Ad Code

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এক অজ্ঞাতপরিচয় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

Manual2 Ad Code

সদর থানা-পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন জানান, সকালে একটি যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় এবং পরে তা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবকের একটি হাত ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। তার মাথার পেছনে, ঘাড়ে এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি এক হাত প্রায় বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

Manual4 Ad Code

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন