Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিপ্রবিতে ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার ও সনদ বাতিল

admin

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ | ১০:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ | ১০:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাবিপ্রবিতে ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার ও সনদ বাতিল

Manual2 Ad Code

রাঙ্গামাটি প্রতিনিধি :
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার, র‌্যাগিংসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, ছাত্রত্ব ও সনদপত্র বাতিল করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিল।

Manual2 Ad Code

বুধবার (৩০ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. আতিয়ার রহমান। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বহিষ্কৃতরা হলেন বিশ্বজিৎ শীল, সাইদুজ্জামান পাপ্পু, জাহাঙ্গীর আলম অপু, মহিউদ্দিন মুন্না, হাসু দেওয়ান,আকিব মাহমুদ, আবির, অন্তু কান্তি দে, জাকির হোসেন ও রিয়াদ। তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

Manual5 Ad Code

ভিসি ড. আতিয়ার রহমান বলেন, ১০ জন শিক্ষার্থীর মধ্যে যাদের শিক্ষাজীবন শেষ হয়েছে তাদের সনদপত্র বাতিল করা হয়েছে। যারা এখনও অধ্যয়নরত তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তিনি জানান, ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করেই অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, যা সবশেষ রিজেন্ট বোর্ডের সভায় অনুমোদিত হয়। তাদের ঠিকানায় চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে যোগ করেন ভিসি।

Manual7 Ad Code

শেয়ার করুন