Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রিজভীর নেতৃত্বে পিকেটিং

admin

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
রিজভীর নেতৃত্বে পিকেটিং

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং করেন।

Manual7 Ad Code

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

গত সোমবার (৬ নভেম্বর) দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিন বুধবার থেকে ৪৮ ঘণ্টা সড়ক, নৌ ও রেলপথে অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি, যা বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা চলবে। ওইদিন এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

Manual5 Ad Code

একইদিন যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার ভোর থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

Manual3 Ad Code

জামায়াতে ইসলামীও একই সময়ে একই কর্মসূচির ডাক দেয়।

শেয়ার করুন