Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রোমানিয়ার ভিসা আনতে গিয়ে ভারতে প্রাণ হারালেন সিলেটের যুবক

admin

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
রোমানিয়ার ভিসা আনতে গিয়ে ভারতে প্রাণ হারালেন সিলেটের যুবক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
ভারতে রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন নাহিদুল ইসলাম মারুফ (২০) নামে সিলেটের জকিগঞ্জের এক যুবক।

Manual3 Ad Code

শনিবার ভোর রাত ৪টার দিকে ভারতের দিল্লিতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। সে উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের ছেলে।

Manual7 Ad Code

জানা যায়, উচ্চতর জীবনের জন্য প্রায় ১৬ দিন আগে রোমানিয়ার ভিসার জন্য ভারতে যান। শুক্রবার রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে বাসায় ফিরেন। শনিবার ভোর ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে সে দ্বিতীয়।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করে মারুফের বাবা ও বীরশ্রী রহমানিয়া ইবতেদিয়া মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক বলেন, নভেম্বরে রোমানিয়ার ভিসা নিয়ে দেশে আসার কথা ছিল। কিন্তু তার আগেই পুত্রহারা হলাম বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তার লাশ দিল্লির নেজাম উদ্দিন আউলিয়ার মাজারের পাশে একটি হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর লাশ দেশে আনা হবে। তবে কখন আসবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

শেয়ার করুন