Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

লিগ কাপের ফাইনালে লিভারপুল

admin

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ১২:৩৮ অপরাহ্ণ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ | ১২:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
লিগ কাপের ফাইনালে লিভারপুল

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ফুলহ্যামের সঙ্গে ড্র করেও ইংলিশ লিগ কাপের রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে উঠেছে লিভারপুল। মূলত তারা প্রথম লেগে জয় পাওয়ায়, আগে থেকেই এগিয়ে ছিল। ফাইনালে ওঠার জন্য ড্র–ই যথেষ্ট হতো অলরেডদের জন্য। তবে তাদের কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছিল ফুলহ্যাম, যদিও শেষ পর্যন্ত তাদের ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া হয়নি। ফলে ১-১ গোলের ড্র নিয়ে ইয়ুর্গেন ক্লপের দল ফাইনালে পা রাখে, যেখানে তাদের অপেক্ষায় আছে চেলসি।

এর আগের লেগে ২-১ গোলে জিতেছিল লিভারপুল। দুই লেগ মিলিয়ে তারা এগিয়ে যায় ৩-২ গোলে। গতকাল (বুধবার) রাতে অলরেডরা খেলতে নেমেছিল প্রতিপক্ষ ফুলহ্যামের মাঠে। যেখানে তাদের শুরুর লিডটা পেতে তেমন সময় লাগেনি। শেষদিকে সমতা টানে ফুলহ্যাম। ম্যাচটিতে লিভারপুলের লুইস দিয়াজ এবং ফুলহ্যামের ইসা দিওপ গোল করেছেন।

Manual3 Ad Code

সফরকারী অলরেডরা ম্যাচের ম্যাচের একাদশ মিনিটে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায়। মাঝমাঠ থেকে তরুণ সেন্টার-ব্যাক জ্যারেল কুয়ানসা উঁচু থ্রু বল বাড়ান দিয়াজকে। তিনি প্রথমে একজনের বাধার মুখে বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢোকেন, পরে আরও দুজনের চ্যালেঞ্জ সামলে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন। ফুলহ্যামও গোল পাওয়ার জন্য একের পর এক আক্রমণ করে যাচ্ছিল। তবে গোল পাওয়া হচ্ছিল না স্বাগতিক দলটির।

দ্বিতীয়ার্ধে ৭৭তম মিনিটে অনেক চেষ্টার পর ম্যাচে সমতা টানে ফুলহ্যাম। বাঁ-দিক দিয়ে সতীর্থের একটু উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে হাঁটু দিয়ে জালে পাঠান ফরাসি ডিফেন্ডার জিওপ। এর মাধ্যমে লড়াইও বেশ জমে ওঠে, নতুন করে আশা জাগে ফুলহ্যামের। যদিও তারা পরে আর তেমন কিছু করতে পারেনি। ম্যাচটি শেষ হয় সমতা নিয়ে।

Manual3 Ad Code

লিগ কাপের শিরোপা লড়াইয়ে অ্যানফিল্ডের দলটি মুখোমুখি হবে চেলসির। মিডলসব্রার বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হারের পর চেলসি গত মঙ্গলবার ফিরতি দেখায় ৬-১ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে। আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে লিভারপুল ও চেলসি পরস্পর মোকাবিলা করবে।

Manual5 Ad Code

শেয়ার করুন