Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

admin

প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ০৫:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুন ২০২৪ | ০৫:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
শান্তিগঞ্জে রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

Manual1 Ad Code

শান্তিগঞ্জ সংবাদদাতা:
রাত পোহালেই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার ৫৬টি কেন্দ্রে ব্যালটবাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার(৪ জুন) সকাল থেকে উপজেলা পরিষদের হলরুম থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বুঝে নিচ্ছেন ভোটের সরঞ্জামাদি। তারপর পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে।

Manual3 Ad Code

আগামীকাল সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপজেলার ভোটাররা ভোট দেবেন ব্যালটে।

শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেয়া হচ্ছে। সুষ্ঠু ও স্বতস্ফুর্তভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।

Manual3 Ad Code

শেয়ার করুন