শাবি প্রতিনিধি :
সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশকে ভিত্তিহীন ও তথ্যবর্জিত অভিযোগের মাধ্যমে দোষারোপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
সোমবার (২০ অক্টোবর) রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক ড. শাহ আতিকুল হক স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবাদ লিপিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বলেন, গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের একটি পক্ষ সংবাদ সম্মেলন এবং অপর একটি পক্ষ মানববন্ধনের মাধ্যমে তাদের বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেছে। এটি নিঃসন্দেহে একটি গণতান্ত্রিক অধিকার, এবং আমরা এমন উদ্যোগকে গণতান্ত্রিক চর্চার বিকাশের জন্য ইতিবাচক হিসেবে বিবেচনা করি।
তবে দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেছে যে, উক্ত মানববন্ধন থেকে কিছু মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশকে ভিত্তিহীন ও তথ্যবর্জিত অভিযোগের মাধ্যমে দোষারোপ করা হয়েছে এবং তাদেরকে কঠোর হাতে মোকাবিলা করা হবে বলে জানানো হয়েছে। এই ধরনের বক্তব্য শিক্ষক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।
প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় হলো মতামত ও যুক্তির বিনিময়ের একটি মুক্তমঞ্চ, যেখানে পরস্পরের প্রতি সম্মান, শালীনতা ও সৌজন্য বজায় রাখা অপরিহার্য। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি সুশৃঙ্খল ও শালীন উপায়ে উপস্থাপন করবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হবে এটাই আমাদের প্রত্যাশা। আমরা অসন্তোষ প্রকাশ করছি সেইসব ইনডিসেন্ট ও অনভিপ্রেত বক্তব্যের, যা শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণœ করে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশকে ব্যাহত করার আশঙ্কা সৃষ্টি করে। আমরা একইসঙ্গে বিশ্বাস করি, এই ধরনের আশোভন বক্তব্য কখনোই আমাদের প্রিয় শিক্ষার্থীদের মূলচেতনা বা তাদের সঠিক প্রতিনিধিত্বকে প্রকাশ করে না।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।