শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর প্রচার-প্রচারণা

Daily Ajker Sylhet

admin

২৪ মার্চ ২০২৪, ০৪:১৮ অপরাহ্ণ


শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর প্রচার-প্রচারণা

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় আসছে ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ভোটার কাছে সরজমিনে গিয়ে জানান দিচ্ছেন চেয়ারম্যান পদে তাদের প্রার্থীতা হওয়ার বিষয়ে।

শাল্লায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যান এবং নতুন মিলে ৪ জন প্রার্থী মাঠে চষে বেড়াচ্ছেন। এদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক চেয়ারম্যান এডভোকেট অবনী মোহন দাশ, বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ ও এস এম শামীম। উনারা আওয়ামীলীগ, বিএনপি ও অন্যান্য সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ব্যাপারে গনেন্দ্র চন্দ্র সরকার জানান, এই উপজেলার দল-মত নির্বিশেষে সব মানুষের সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক। আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে জনগণের দুঃখ দুর্দশার অবস্থা বুঝেছি। আমার সাধ্যনুযায়ী চেষ্টা করেছি মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে। এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্যই আমি আবারও উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চাই।

এডভোকেট অবনী মোহন দাশকে নির্বাচনের প্রার্থীতা বিষয়ে মুঠোফোনে কল দিলে তিনি জানান, আমি মটরসাইকেলে। তাহলে মোটরসাইকেল থেকে নেমে…? না আমি পারতেছি না। সুনামগঞ্জ আমার অনেক কাজ আছে এই বলে ফোন কেটে দেন অবনী মোহন দাশ।

বর্তমান ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট দিপু রঞ্জন দাশ জানান, আওয়ামীলীগের দলীয় কোন প্রতীক নাই, তাই উন্মুক্ত হয়ে নির্বাচন করছি। আমি তৃণমূলের মানুষের পাশে ছিলাম। এই আশা আকাঙ্খা মনে ধারন করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতেছি। আমি উপজেলা পরিষদ নির্বাচনের একজন প্রার্থী হিসেবে সবার আশীর্বাদ ও দোয়া প্রত্যাশী।

চেয়ারম্যান প্রার্থী এসএম শামীমকে একাধিক বার মুঠোফোনে কল দিলে রিসিভ করেন নাই। পরে বলেন আমি এখন নামাজে আছি।

Sharing is caring!