Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষিকা স্ত্রীর মা ম লা য় শিক্ষক স্বামী কা রা গা রে

admin

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ০৪:০৩ অপরাহ্ণ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ | ০৪:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
শিক্ষিকা স্ত্রীর মা ম লা য় শিক্ষক স্বামী কা রা গা রে

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিক্ষিকা স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে শিক্ষক স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

বুধবার (১৯ নভেম্বর) জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে গেলে বিচারক তাকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অভিযুক্ত দ্বিপক দাশ কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

Manual6 Ad Code

 

মামলার সূত্রে জানা যায়, চলতি বছর বন্যা রানী দাশ জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, স্বামী দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

ভুক্তভোগী রসুলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্যা রানী দাশ বলেন, ‘আমি সঠিক বিচার পেয়েছি। আমার ওপর বহু নির্যাতন করা হয়েছে। আমার সন্তান নষ্ট হয়েছে। আদালত আমাকে ন্যায়বিচার দিয়েছেন।’

 

 

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অসিত দাশ বলেন, ‘আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটি ন্যায়বিচারের সঠিক প্রতিফলন।’

Manual4 Ad Code

শেয়ার করুন