Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিগগিরই সাফজয়ের বকেয়া বোনাস পাবেন সাবিনারা

admin

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
শিগগিরই সাফজয়ের বকেয়া বোনাস পাবেন সাবিনারা

Manual6 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার জয় পাওয়া বাংলাদেশ নারী ফুটবল দল এখনো বাফুফে ঘোষিত বোনাস পায়নি। তবে বাফুফে বলছে, বোনাস দেওয়ার প্রক্রিয়া চলছে, খুব শিগগিরই মেয়েরা সেটা পাবে।

Manual7 Ad Code

রোববার বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘গত বছর নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী দলকে ১ কোটি ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। সেটা এখনও পরিশোধ করা হয়নি, তবে খুব দ্রুতই পরিশোধ করা হবে।’

Manual4 Ad Code

এই বিষয়ে নারী দলের খেলোয়াড়রা গত ৫ এপ্রিল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে জানতে চান। সেদিন তিনি নারী দলের ক্যাম্পে যান। ফাহাদ করিম বলেন, ‘হ্যাঁ, মেয়েরা সভাপতিকে বোনাসের বিষয়ে জিজ্ঞাসা করেছিল। তিনি আশ্বস্ত করেছেন, তারা খুব শিগগিরই বোনাস পাবে। এটি প্রক্রিয়াধীন, আমরা এটা পরিষ্কার করে দিচ্ছি।’

Manual1 Ad Code

গত ৩০ অক্টোবর ২০২৪, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ২০২৪ সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে এটি ছিল বাংলাদেশের টানা দ্বিতীয় শিরোপা।

শেয়ার করুন