শিগগিরই সাফজয়ের বকেয়া বোনাস পাবেন সাবিনারা

Daily Ajker Sylhet

admin

০৭ এপ্রি ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ


শিগগিরই সাফজয়ের বকেয়া বোনাস পাবেন সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক:
সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার জয় পাওয়া বাংলাদেশ নারী ফুটবল দল এখনো বাফুফে ঘোষিত বোনাস পায়নি। তবে বাফুফে বলছে, বোনাস দেওয়ার প্রক্রিয়া চলছে, খুব শিগগিরই মেয়েরা সেটা পাবে।

রোববার বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘গত বছর নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী দলকে ১ কোটি ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। সেটা এখনও পরিশোধ করা হয়নি, তবে খুব দ্রুতই পরিশোধ করা হবে।’

এই বিষয়ে নারী দলের খেলোয়াড়রা গত ৫ এপ্রিল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে জানতে চান। সেদিন তিনি নারী দলের ক্যাম্পে যান। ফাহাদ করিম বলেন, ‘হ্যাঁ, মেয়েরা সভাপতিকে বোনাসের বিষয়ে জিজ্ঞাসা করেছিল। তিনি আশ্বস্ত করেছেন, তারা খুব শিগগিরই বোনাস পাবে। এটি প্রক্রিয়াধীন, আমরা এটা পরিষ্কার করে দিচ্ছি।’

গত ৩০ অক্টোবর ২০২৪, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ২০২৪ সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে এটি ছিল বাংলাদেশের টানা দ্বিতীয় শিরোপা।

Sharing is caring!