স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর শিবগঞ্জ ও ঝালোপাড়ায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। দুই জনের কাছেই পাওয়া গেছে মাদকদ্রব্য। পুলিশ জানায়, শনিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে শিবগঞ্জস্থ রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে অভিযান চালিয়ে শেখর ঘোষকে (৩৪) আটক করা হয়। তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক শেখর ঘোষ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আমু চা বাগানের মহেশ ঘোষের ছেলে।
এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুরমার ঝালোপাড়া জামে মসজিদের সামনের পাকা সড়ক থেকে রাকিব হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক রাকিব নগরীর চৌকিদেখি ৬৯ নম্বর বাসার মো. ইউনুছের ছেলে।
আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।