Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংখ্যালঘুরা জুলুমের শিকার হলে পাশে থাকবে এনসিপি: সারজিস

admin

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ১০:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ১০:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সংখ্যালঘুরা জুলুমের শিকার হলে পাশে থাকবে এনসিপি: সারজিস

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় এনসিপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৯ নভেম্বর) রাতে বোদা উপজেলায় কমিটি ঘোষণা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

Manual2 Ad Code

তিনি বলেন, ‘যারা সংখ্যালঘু বা সংখ্যা কম- কোনো ব্যক্তি, নেতা কিংবা রাজনৈতিক দলের দ্বারা যদি বিন্দুমাত্র হুমকি, হয়রানি বা জুলুমের শিকার হন, আমাদের সাথে যোগাযোগ করবেন। এনসিপি তাদের পাশে থাকবে।’

নেতাকর্মীদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আমরা কারও পায়ে লেগে চলবো না। তবে কেউ যদি পায়ে পাড়া দিয়ে লাগতে আসে, তাকে ছাড়ও দেবো না। অন্য যে কোনো দলের মানুষ ভালো কাজ করলে তাকে সমর্থন করবেন। ভালো কাজের প্রশংসা করলে ভালো কাজে উৎসাহ বাড়ে।’

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ‘যেই দলের হোক, যত বড় ব্যক্তি হোক- কেউ যদি অপকর্মে লিপ্ত থাকে, মানুষকে হয়রানি বা জুলুম করে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

Manual3 Ad Code

অনুষ্ঠান শেষে বোদা উপজেলার দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভার কমিটির নাম ঘোষণা করেন সারজিস। এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। অনুষ্ঠানে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন