Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে অফশোর ব্যাংকিং আইন উত্থাপন

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ১১:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৪ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সংসদে অফশোর ব্যাংকিং আইন উত্থাপন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সমসাময়িক আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার গতিবিধির সঙ্গে সংগতি রেখে অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণে জাতীয় সংসদে ‘অফশোর ব্যাংকিং আইন, ২০২৪’ উত্থাপিত হয়েছে।

শনিবার (২ মার্চ) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি উত্থাপন করেন।

Manual6 Ad Code

বিলে বলা হয়েছে, ‘অফশোর ব্যাংকিং’ অর্থ বহিঃউৎস এবং অনুমোদিত বিশেষায়িত অঞ্চলে পরিচালিত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত উৎস থেকে বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত তহবিল দ্বারা এই আইনে বর্ণিত শর্তাধীনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, জারিকৃত নির্দেশনা অনুযায়ী অনিবাসী বা ক্ষেত্রমত, বাংলাদেশে নিবাসী ব্যক্তির সঙ্গে পরিচালিত ব্যাংকিং কার্যক্রম।

Manual5 Ad Code

পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে এক দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।

Manual3 Ad Code

শেয়ার করুন