Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংসার ভাঙছে জাস্টিন-হেইলির

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সংসার ভাঙছে জাস্টিন-হেইলির

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:
পপ তারকা জাস্টিন বিবারের একটি ছবি স্যেশাল মিডিয়ায় ছাড়য়ে পড়েছে। বিবারের কঙ্কালসার চেহারা, গাল ভেঙে গেছে, কোটরাগত চোখের দৃষ্টি শূন্য এমন ছবি দেখে বোঝাই যাচ্ছে, গায়ক শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত। কিন্তু বিবারের মতো একজন পপ তারকার কেন এই হাল! এ প্রশ্নের উত্তর জানতে গায়কের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর শুরু করে সংবাদমাধ্যগুলো।

Manual8 Ad Code

জানা যায় একাধিক কারণে জাস্টিনের এই অবস্থা। প্রথমত, গায়কের ভয়, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকা হতে পারে। যদি সত্যিই তাকে ডাকা হলে বিষয়টি তার পেশাজীবনের পক্ষে যথেষ্ট নেতিবাচক। এই আতঙ্ক কমাতেই তিনি নাকি আরও বেশি করে মাদকে ডুবে গেছেন।

জাস্টিন বিবার

Manual7 Ad Code

দুই, এই কারণেই হেইলির সঙ্গে গায়কের ছয় বছরের বিয়ে নাকি ভাঙতে চলেছে।

Manual5 Ad Code

জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণকেই বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী করেছেন হেইলি। একই সঙ্গে তিনি চাইছেন, পাঁচ মাসের সন্তানের উপর যেন বাবার প্রভাব না পড়ে।

জাস্টিন বিবার ও হেইলি

এমন খবর ছড়াতেই বিবার ভক্তদের মন খারাপ। সমাজমাধ্যমে নানা মন্তব্যের ছড়াছড়ি। কেউ লিখেছেন, এই দুই কারণ যে কোনও মানুষকে মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।

বলা প্রয়োজন, মাত্র পাঁচ মাস আগে বাবা হয়েছেন বিবার। ছেলে জ্যাককে নিয়ে তার আর হেইলির সুখের সংসার ছিল। এরইমধ্যে হেইলি নাকি বিচ্ছেদের জন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন। সন্তানের দেখভাল এবং বিচ্ছেদের জন্য গায়ক স্বামীর কাছে হেইলি ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। যদিও বিবার-হেইলি নিজেরা এ বিষয়ে কিছু বলেননি।

সেলেনা গোমেজের সঙ্গে আট বছরের সম্পর্ক বিচ্ছেদের পর ২০১৮ সালে মডেল হেইলিকে চুপিসারে বিয়ে করেন বিবার।

Manual5 Ad Code

শেয়ার করুন