সড়ক দুর্ঘটনায় আহত ব্যাংক কর্মকর্তার মৃত্যু
২৭ নভে ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় আহত ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে সিলেট মহানগরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ব্যাংক কর্মকর্তার নাম মাসুম আহমদ (৪১)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বড়দেশ এলাকার বাসিন্দা ও কানাইঘাট চতুল কৃষি ব্যাংক শাখায় কর্মরত ছিলেন।
গত ১৩ নভেম্বর সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ডের ১০ নম্বার কুপের সামনে ফিশারি সংলগ্ন স্থানে সিলেট-তামাবিল সড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছিলো। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন আরেক কৃষি ব্যাংক কর্মকর্তা। তাঁর নাম সাদিকুর রহমান (৪২)। তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি গ্রামের মৃত রমজান আলীর ছেলে। বুধবার সকালে নিহত মাসুমের বন্ধু ও সহকর্মী ছিলেন তিনি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে ছিলেন দুজন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সাদিকুর রহমান তার মোটরসাইকেল (সিলেট-হ-১৫-০০৫৪) নিয়ে কানাইঘাট থেকে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় চিকনাগুল নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ১০নং গ্যাস কূপের সামনে আসলে জাফলংগামী পান্না এন্টার প্রাইজ গেইটলক সিটিং সার্ভিস বাসের (সিলেট মেট্রে- ব-১১-০০০৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদিক মারা যান এবং গুরুতর আহত হন মাসুম। সেই মাসুম আজ ভোরে হাসপাতালে মারা গেছেন।
মাসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান।