Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সবাইকে বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন

admin

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সবাইকে বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:
দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। ইতোমধ্যে সুখবরটি তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের কানে পৌঁছে গেছে।

Manual5 Ad Code

প্রিয় অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই যেমন নানা আলোচনা ও চর্চা শুরু হয়েছে, একইসঙ্গে ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীই বিয়ের দাওয়াত পাওয়ার জন্য করছেন অপেক্ষা।

Manual1 Ad Code

সহকর্মীদের নেমন্তন্নের অপেক্ষা থাকলেও শুভ কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। তবে কাউকে নিরাশ করেননি এ তারকা অভিনেত্রী।

সবাইকে বিয়ের দাওয়াত করেছেন মেহজাবীন চৌধুরী। যদিও তা নিজের বিয়ের নয়! তাহলে এখন প্রশ্ন হচ্ছে―কার বিয়েতে দাওয়াত করেছেন তিনি? হ্যা, ‘অর্পা’র বিয়েতে সবাইকে দাওয়াত জানিয়েছেন এ তারকা।

প্রথমে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। তবে কে এই অর্পা? মূলত অর্পাই মেহজাবীন, আবার মেহজাবীনই অর্পা। একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘নীল সুখ’ নামের একটি সিনেমা চলছে।

এ সিনেমায় অর্পা চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে তার বরের নাম মারুফ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার মহাখালী এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘নীল সুখ’র উদ্বোধনী প্রদর্শনী শুরু হওয়ার সময় ফেসবুক ভেরিফায়েড পেজে সিনেমাটি সবাইকে দেখার দাওয়াত করেন মেহজাবীন।

Manual6 Ad Code

এদিন সন্ধ্যা সোয়া ৬টায় ফেসবুকে এ অভিনেত্রী এক স্ট্যাটাসে লেখেন, অর্পা আর মারুফের বিয়েতে দাওয়াত সবাইকে। Neel Shukh – নীল সুখ চলছে বিঞ্জ-এ।

ভিকি জাহেদের পরিচালনায় সিনেমাটিতে মেহজাবীনের সঙ্গে জুটি বেঁধেছেন ফররুখ আহমেদ রেহান।

কিছুদিন আগে ‘প্রিয় মালতী’ সিনেমায় দেখা গেছে মেহজাবীনকে।

Manual8 Ad Code

এদিকে গত কয়েকদিন ধরে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের বিয়ের খবর ছড়িয়ে বেড়াচ্ছে। যদিও দীর্ঘদিন ধরেই দু’জনার মধ্যে প্রেমের গুঞ্জন ছিল। আগামী ২৩ ফেব্রুয়ারি তাদের গায়েহলুদ অনুষ্ঠান এবং পরদিন বিয়ে।

বিষয়টি মেহজাবীন ও রাজীবের ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীন। তবে ঠিক কবে বা কোথায় বিয়ে, কখন কোন অনুষ্ঠান―এ ব্যাপারে কিছুই জানাতে চাননি তিনি।

শেয়ার করুন