সাকিবকে নিয়ে যা বললেন সুবর্ণা মোস্তফা

Daily Ajker Sylhet

admin

০৭ মার্চ ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ণ


সাকিবকে নিয়ে যা বললেন সুবর্ণা মোস্তফা

বিনোদন ডেস্ক :
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জয় পেয়ে আগেই নিজেদের সিরিজ নিশ্চিত করেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এ কারণে তৃতীয় ওয়ানডে ছিল বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াই। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল ৫০ রানে জয় পায়। এ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-অনুসারীরা।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এই সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তফা।

সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক ভেরিফায়েড প্রোফাইল থেকে এক স্ট্যাটাসে সাকিবকে অভিনন্দন জানান অভিনেত্রী সুবর্ণা।

ক্রিকেট তারকাকে নিয়ে তিনি লেখেন, ‘অভিনন্দন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি, যিনি ওয়ানডেতে ৩০০ উইকেট সংগ্রহ করেছেন। তুমি সবসময় গর্বিত করেছ আমাদের। জয় বাংলা।’

বাঁ হাতি স্পিনার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এর আগে শ্রীলংকার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে সংগ্রহ করেন ৩২৩ উইকেট।

এছাড়া ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট তুলেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।

Sharing is caring!