Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের রানে ফেরা নিয়ে যা বললেন রংপুরের কোচ

admin

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সাকিবের রানে ফেরা নিয়ে যা বললেন রংপুরের কোচ

Manual3 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
চলমান বিপিএলে প্রথম ৫ ম্যাচে ব্যাট হাতে রীতিমতো নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব আল হাসান। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে এসেছে এই অভিজ্ঞ ব্যাটার। রংপুর রাইডার্সের হয়ে নিজেদের শেষ তিন ম্যাচে ব্যাট হাতে ফেরার বার্তা দিয়েছেন।

গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর পর রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম জানিয়েছেন, সাকিবের ফিরে আসাটায় যেন তার কাছে স্বাভাবিক। তিনি বলেন, ‘(সাকিবের) পারফরম্যান্স তো আপনারা সবাই দেখছেন। আলাদা করে কিছু বলার নেই। সংগ্রাম করার সময় আমরা সবাই মিলে সাহায্য করেছি। দল মালিকরাও ব্যাক করেছে। সাথে যারা কোচিং স্টাফ প্লেয়ার ছিল সবাই ছিল।’

Manual8 Ad Code

চোখের সঙ্গে ফিটনেসেরও সমস্যা ছিল সাকিবের, ‘শুধু যে চোখের সমস্যা ছিল তা না ফিটনেস লেভেলেও আপ টু দ্য মার্ক ছিল না। এটার জন্য আসলে সময় দরকার ছিল। আমরা সেই সময়টা বের করার চেষ্টা করেছি। সে যেন আসলে ওই সময়টা মেন্টালি ডাউন না হয়ে যায়। আমরা তা দেখার চেষ্টা করেছি। আমরা জানি সাকিব যদি ফিট হয়ে যায় তাহলে পারফরম্যান্সের যে পুরনো ঝলকটা আছে সেটা সে দেখাতে পারবে।’

Manual2 Ad Code

আরেক অলারাউন্ডার শেখ মেহেদীকে নিয়ে সোহেল বলেন, ‘তাকে যখন সেখানে নামানো হচ্ছে তার সেই রোল আছে এবং সেটা সে বেশ ভালোভাবে পালন করছে। মেহেদী তো আমি বলব না যে শুধু বোলার। ব্যাটিংয়েও তার পারফরম্যান্সটা ভালো। দলে এখন জায়গা আছে তাকে উপরে খেলানোর। সে সেখানে মানিয়ে নিয়ে তার পারফরম্যান্স দেখাচ্ছে। এটা অবশ্যই দলের জন্য ভালো।’

Manual5 Ad Code

শেয়ার করুন