Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাদাপাথরে নৌযান চলাচল বন্ধে মাইকিং

admin

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সাদাপাথরে নৌযান চলাচল বন্ধে মাইকিং

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বালু ও পাথর লুট ঠেকাতে কোম্পানীগঞ্জে ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে পর্যটন স্পট সাদাপাথর পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এছাড়া সেখানে অন্য কোনো নৌকা চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন।

Manual7 Ad Code

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই নির্দেশনা প্রচার করা হয়েছে।

Manual3 Ad Code

এ নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর র্পটন স্পট পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।

Manual8 Ad Code

স্থানীয়দের অভিযোগ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যোগসাজেশে ব্রিজের আশপাশে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু লুট চালিয়ে যাচ্ছিল। এ অনিয়ন্ত্রিত বালু লুট রোধ করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

Manual6 Ad Code

এদিকে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধলাই সেতুর আশপাশ থেকে বালু লুটে জড়িত থাকার অভিযোগে অন্তত ২০টি নৌকা জব্দ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন মাইকিং করে নতুন নির্দেশনা প্রচার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ তার ফেসবুক পেজে এই নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন