সাবেক আইজিপি মামুন ৪ দিনের রিমান্ডে

Daily Ajker Sylhet

admin

২৪ সেপ্টে ২০২৪, ১২:৩৯ অপরাহ্ণ


সাবেক আইজিপি মামুন ৪ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে স্কুলছাত্র ইসমামুল হক (১৬) গুলি করে হত্যার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকাল ৮টার দিকে তাকে আদালতে আনা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, চানখারপুলে গুলির ঘটনায় গত ৫ আগস্ট মোহাম্মদ ইসমামুল হক নামে একজন নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও অনেককে অজ্ঞাত দেখিয়ে গত ২৫ আগস্ট নিহতের বড় ভাই মোহাম্মদ মহিবুল হক বাদি হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Sharing is caring!