Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক বিচারপতি মানিকসহ ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ

admin

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ০৩:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ | ০৩:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সাবেক বিচারপতি মানিকসহ ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ সাতজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
রোববার (১৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের পৃথক সাত আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

আরও যাদের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে তারা হলেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং টিপু মুনশীর স্ত্রী আইরিন মালবিকা মুনশী।

Manual1 Ad Code

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

Manual3 Ad Code

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক পাপন কুমার সাহা সাবেক বিচারপতি, সাবেকমন্ত্রী, সাংসদসহ সাতজনের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

Manual7 Ad Code

শেয়ার করুন