Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাহসিকতা ও প্রশংসনীয় কাজের পদক পাচ্ছেন ৬ পুলিশ

admin

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ০৬:১৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ | ০৬:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সাহসিকতা ও প্রশংসনীয় কাজের পদক পাচ্ছেন ৬ পুলিশ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
চলতি বছরের মে ও জুন মাসে সারাদেশে পুলিশের অপারেশনাল কার্যক্রমে সাহসিকতাপূর্ণ, পেশাদারিত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ক্যাটাগারিতে ছয়জনকে মনোনীত করা হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual2 Ad Code

পদকের জন্য মনোনীতদের মধ্যে বিপিএম পদক পাচ্ছেন এএসআই (নিরস্ত্র) আতিক হাসান। আর পাঁচজন পিপিএম পদক পাচ্ছেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব, কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার এসআই (নিরস্ত্র) এমদাদুল হক, মুন্সিগঞ্জ সদর থানার হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই (নিরস্ত্র) এমদাদুল হক, গাজীপুর হাইওয়ে পুলিশের কনস্টেবল আমিনুর রহমান খান ও ডিএমপির কনস্টেবল সুজন আলী।

শেয়ার করুন