Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

admin

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ১০:২২ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ১০:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন লাগে।

Manual1 Ad Code

স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের সিট, কাচ ও ভেতরের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত প্রায় ১০টার দিকে চালক পার্ক করে রেখে যান। পরদিন সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

Manual5 Ad Code

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, নৈশপ্রহরী বাবু প্রাথমিকভাবে জানিয়েছেন, ‘প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে গিয়েছিল। ফিরে এসে দেখে গাড়িতে আগুন লেগেছে। সিট, গ্লাস সব পুড়ে গেছে। তবে কোনো লোকজন দেখেনি।’

Manual6 Ad Code

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা- তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

শেয়ার করুন